বেনাপোল থেকে রাজু আহমেদ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মনোরুদ্দিন নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ওই চোরাকারবারি বেনাপোলের পুটখালী গ্রামের বাসিন্দা।
গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি এ তথ্য জানায়।
২৮ মার্চ রাত ১১টার দিকে সীমান্তের পুটখালী মসজিদবাড়ি চেকপোস্টের সামনে ওই চোরকাবারিকে আটক করে বিজিবি। পরে তার স্বীকারোক্তিতে মলদ্বার থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা সীমান্তের নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্ধার দিকে সন্দেহজনক ওই ব্যক্তিকে ইজিবাইক নিয়ে সীমান্তে প্রবেশের সময় তাকে আটক করা হয়। স্বর্ণ পাচারে কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করলে, তাকে চিকিৎসকের কাছে নিয়ে আল্ট্রাসাউন্ড করলে তার পায়ু পথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তিতে পায়ু পথে লুকিয়ে রাখা ৬টি স্বর্ণ বার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্ণসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Share.
Exit mobile version