বেনাপোল সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাতকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্বরে প্রদর্শনীর আয়োজন করে শার্শা থানা ও বেনাপোল পৌর যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার শাখার যুগ্ম আহবায়ক ও শার্শা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইমদাদুল হক ইমদা এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন।
বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বেনাপৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হাসান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ইস্রাফিল হোসেন, যশোর জেলা কৃষকদলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের নেতা লাবু, মিজানুর রহমান পারভেজ, পুটখালী ইউনিয়ন যুবদলের নেতা লিটন, পৌর যুবদলের নেতা আসাদুল আসাদ প্রমুখ।