বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে যানজট নিরসনে এক বছর আগে উদ্বোধন হওয়া বাস টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন করেছে টার্মিনাল এলাকার বাসিন্দারা। শুক্রবার বাস টার্মিনাল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোলের সচেতন মহল, বেনাপোল পৌরবাসি এবং বেনাপোল বৈষম্যবিরোধী ছাত্র জনতা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বেনাপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান, সিএন্ডএফ ব্যবসায়ী হাফিজুর রহমান, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ। বক্তারা বলেন, বেনাপোল বন্দরনগরীকে যানজট মুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বাস পৌর টার্মিনালে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল বন্দর ও চেকপোস্ট থেকে পন্যবাহী ট্রাক যাতে পণ্য নিয়ে যানজট ছাড়াই বেনাপোল থেকে বেরিয়ে যেতে পেরে তার সুব্যবস্থা করতে হবে। একই সাথে তারা দাবি না মানা হলে সারা দেশের সাথে বেনাপোলর যোগাগোগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version