বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ আট জনকে গ্রেপ্তার করেছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। গতকাল বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের কোরবান আলী (৪৫), শিকড়ী গ্রামের জাহিদুল ইসলাম ও আনিছুর রহমান (৩৫), সাদীপুর গ্রামের ইমরান (২৪), শাওন ও মিরাজ (২১), ভবেরবেড় গ্রামের সোহেল শেখ (২৬) ও আবুল বাশার (৩৮), কাগমারী গ্রামের আলমগীর হোসেন (২৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে এসটিসি-৯২০/২০১৪’র সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিগণদের ধরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Exit mobile version