বালার ভোর প্রতিবেদক: ডিবি পুলিশ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ আশানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গতকাল দুপুরে ডিবি পুলিশের একটি চৌকসদল বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের বেনাপোল পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর থেকে ২৯ বোতল বিদেশী মদসহ আশানুর রহমানকে গ্রেফতার করে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

Share.
Exit mobile version