বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ ২৯ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬।
গতকাল দুপুরে যশোর র্যাব-৬ এর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বিকেলে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক ব্যক্তির আম বাগানের সীমান্ত ঘেঁষা ইছামতি নদীর ধারে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, যশোর র্যাব-৬ এর নিয়মিত টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের একটি আম বাগান এলাকার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার উদ্ধার করা হয়।
যশোর র্যাব-৬ এর কম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গতকাল দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- ‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

