বেনাপোল সংবাদদাতা
বেনাপোল চেকপোস্ট বন্দর বাজার ব্যবসায়ি সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের শহীদ আব্দুল্লাহর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বেনাপোল চেকপোস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতীর সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানা ওসি রাসেল মিয়া, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল স্থলবন্দরের টার্মিনাল ইনচার্জ হাফিজুর রহমান, বেনাপোল ইমিগ্রেশনের এসআই তুহিন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ইদ্রিস আলী ইদু, জিএম আশরাফ, শেখ কাজিম উদ্দিন, আনিছুর রহমান, মশিউর রহমান, উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।