বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল বন্দরের নিরাপত্তায় আর থাকছে না আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে ১৫ জন জেলা পুলিশের সদস্য কাজ শুরু করেছেন, বাকিরা দু-এক দিনের মধ্যেই যোগ দেবেন।
৪০ জন এপিবিএন সদস্যকে প্রত্যাহার করে সমানসংখ্যক জেলা পুলিশ সদস্য মোতায়েন করার নির্দেশ আসে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত ৪ নভেম্বরের এক চিঠিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশের সদস্যরা সোমবার সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। আমদানি–রপ্তানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তায় মোট ৪০ জন জেলা পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন রেজা বলেন, জাতীয় নির্বাচনে এপিবিএন সদস্যদের প্রয়োজন হওয়ায় বন্দর থেকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। শুরুতে ১৫ জন যোগ দিলেও শিগগিরই সব সদস্য দায়িত্ব নেবেন। তারা বন্দরের নিরাপত্তার সব ধরনের কাজে সহযোগিতা করবেন।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালসহ বন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসা এপিবিএন পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ব্যাটালিয়নের সিও অ্যাডিশনাল ডিআইজি এসএম সালাউদ্দিনের নির্দেশে বেনাপোল ক্যাম্প বন্ধ করে রাতেই খুলনায় ফিরে গেছেন তারা।

