বেনাপোল সংবাদদাতা
বেনাপোল ট্রেন স্টেশন ও বেনাপোল সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিজিবি সদস্যরা।
২৭ ডিসেম্বর রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোর রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ উপস্থিত থেকে আনুমানিক দুইশ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
