শার্শা সংবাদদাতা

যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশী নাগরিক দুইজন হিজড়াকে আটক করেছে বিজিবি।

শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহলদল অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই দুজনকে আটক করে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন, পাবনা সদরের জালালপুর গ্রামের জাহিদুল ইসলাম (২২) এবং কুচিয়ামারা গ্রামের জহিরুল ইসলাম (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে  ভারতে গিয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

Share.
Exit mobile version