অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার ভোররাতে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকায় হিজবুল্লাহ দাখিল মাদরাসা সংলগ্ন ইটের স্তুপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে উপজেলার বউবাজারে হিজবুল্লাহ দাখিল মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share.
Exit mobile version