বাংলার ভোর প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে শহরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে শহরের টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে এই অনুষ্ঠান হয়।

‘স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল/ ধর্ষিতা বোনের শাড়ি এই আমার রক্তাক্ত জাতির পতাকা’ এই প্রতিপাদ্যে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর একে একে পরিবেশিত হয় একক ও যৌথ সংগীত এবং মনোমুগ্ধকর নৃত্য। সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।

অনুষ্ঠানে যেসব গান পরিবেশিত হয়ে দর্শকদের মুগ্ধ করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে যে’, ‘বাংলাদেশের মাটি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা’ এবং ‘আমি বাংলায় গান গাই’। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এই অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল, উদীচী যশোর, সুরবিতান, বিবর্তন, সুরনিকেতন, সুরধুনী, চাঁদের হাট যশোর, মা নৃত্যালয়, ব্যঞ্জন থিয়েটার, থিয়েটার ক্যানভাসসহ বিভিন্ন সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ, মাহমুদ হাসান বুলু, সানোয়ার আলম খান দিলু, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বাসুদেব বিশ্বাস, নওরোজ আলম খান চপল, দীপংকর দাস রতন, সাজেদ রহমান বকুল প্রমুখ।

বিজয় দিবসের এই সাংস্কৃতিক আয়োজনটি দর্শকদের মাঝে উৎসবের আমেজ ও গভীর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়।

Share.
Exit mobile version