বেনাপোল সংবাদদাতা
দুই দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর। ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সোমবার ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপÍানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পরাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে স্ব স্ব দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যেকার পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২