বাংলার ভোর প্রতিবেদক
ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছের যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন। এ সময় তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয় তারা। বুধবার রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল সড়কের পুলেরহাটে এ ঘটনা ঘটে। আহতদের রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন, বেনাপোলের খোরদা গ্রামের শাহাবুদ্দিন শান্ত ও আল-আমিন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০ টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে দড়াটানায় যায়।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান জানান, তাদের দু’জন সদস্য বুধবার রাত ১০ টার দিকে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পুলেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এরপর ছুরিকাঘাত করে কাছে থাকা সবকিছু নিয়ে নেয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version