নড়াইল প্রতিনিধি
নির্বাচনের তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার শুরু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। তবে হাঁটুর ইনজুরির কারণে এখনো প্রচারে নামতে পারেননি নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে প্রচার চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারে নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচার শুরু হবে।
এদিকে, দ্বিতীয় বারের মত নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হয়ে শারীরিক অসুস্থতার কারণে প্রচারণায় নামতে না পারলেও তাঁর ভালোবাসায় ১০ হাজার প্রচারপত্র নিয়ে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছেন রাজীব নামে এক প্রতিবন্ধী যুবক।
২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে নড়াইলে পৌঁছান এই ভক্ত।
নড়াইলে এসেই তিনি খুজে বের করেছেন মাশরাফির প্রচার কেন্দ্র। দেখা করেছেন মাশরাফির বাবা আর তার বন্ধু-বান্ধবদের সাথে। নড়াইল চৌরাস্তায় নিজের ছাপানো লিফলেট তিনি নিজেই বিলি করছেন।
প্রতিবন্ধী রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর তখন থেকে ভাইয়ের (মাশরাফি) খেলা দেখি।
আমার জীবনের শখ ছিলো ভাইয়ের সাথে একবার দেখা করব। ভাইয়ের সাথে দেখা করতেই আমি এসেছি।
মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন, কোনো অহংকার নেই এসব দেখে আমি ছুটে এসেছি।
এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন।
বিভিন্ন জনের কাছে লিফলেট বিলি করছেন, দলীয় নেতা-কর্মী ও বাদ যাচ্ছে না, তার কাজ তাকেই শেষ করতে এই ভাবনায় ভোলা থেকে এসেছেন রাজীব।
মাশরাফি বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, মাশরাফির ভক্তরা সারা বছরই আমাদের এখানে আসে। মাশরাফি তার ভক্তদের আগলে রাখেন, আমরাও রাজিবকে স্বাগত জানিয়েছি। তার দেখভাল করছি।
মাশরাফির বন্ধু সাজু বলেন, ভোলা থেকে আসা প্রতিবন্ধী ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দেয়া হয়েছিল কিন্ত সে তা নেয়নি। সে মাশরাফি ভাইকে ভালোবেসে নির্বাচনী প্রচারণায় এসেছেন
শিরোনাম:
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
- জমকালো ও ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো নান্দিকের ‘চারুসঙ্গ ২৪
- যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক
- যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ
- ঝিকরগাছা অবহতিকরণ সভা অনুষ্ঠিত
- কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন
- খুলনায় সাউণ্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন