বাংলার ভোর প্রতিবেদক

বুধবার দিনব্যাপি যশোরের ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিদায়ী মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।

এ সময় বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিদায়ী পুলিশ সুপার অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদে কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমি সব সময় চেষ্টা করেছি আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সততার সাথে, পেশাদারিত্বের সাথে এবং সাহসিকতার সাথে পালন করতে। এ সময় আমি কারো সাথে আপোষ করিনি আর তাই অতীতের চেয়ে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল এ সময়ে।

তিনি বলেন, আমি চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করেছি এ ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। এ সময় তিনি তার দায়িত্বকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Exit mobile version