বাংলার ভোর প্রতিবেদক
ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে মন্তব্য মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, কিন্তু অনেকে বলেন আমরা সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই। আমাদের দাবি- জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।’
শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনীতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনীতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেণ্ডারবাজির বিরুদ্ধে কথা বলি তখন তারা গোস্বা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেণ্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলছি আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে থাকেন তাহলে তো গোস্বা করার কথা নয়।
আমরা সংস্কার, বিচার ও নির্বাচন এক সঙ্গে চাই মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ হাসিনার পতিতা দশেরা একটি পক্ষ পালিয়েছে ভারতে আরেকটি পক্ষ লন্ডনে। আমরা সংস্কারের পক্ষে, তার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে ভেবেই নিবো আপনারা সংস্কারের বিরুদ্ধে। সংস্কারে বিরোধীতা করছেন।
জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা। সভায় বক্তাব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার, কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।