নড়াইল প্রতিনিধি
নড়াইলে ভাষা সৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন মারা গেছেন। গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। রিজিয়া খাতুনসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে জেলায় প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা সৈনিক রিজিয়া খাতুনের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। পরে বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version