বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ২০ শতক জমির বদলে ৪০ শতক জমি দলিল করে নেয়ার চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের এক বোন। একই সাথে তিনি এ দলিল বাতিল চেয়ে জেলা রেজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন করেছেন। মঙ্গলবার যশোর সদরের সতীঘাটা গ্রামের রুবিয়া ইয়াসমিন বিভিন্ন দফতরে এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার পিতা আবু বাক্কারের মৃত্যুর পর তার রেখে যাওয়া জামির ভাগ-বন্টনের পর তিনি তিন দাগে ৪০ দশমিক ২৯ শতক জমি পান। এ জমি তার ভাইয়ের দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। একপর্যায়ে একটা সমঝোতার মাধ্যমে ২০ শতক জমি তার তিন ভাইয়ের কাছে বিক্রি করলে বাকি ২০ দশমিক ২৯ শতক জমির দখল ছেড়ে দেবে এমন প্রস্তাবে রাজি হয়ে ২০ শতক জমি তার তিন ভাই নাজিম উদ্দিন, নুরুল ইলাম ও আতিয়ার রহমানের নামে রোজিষ্ট্রি করে দিতে রাজি হন। সুচতুর তিন ভাই রুবিয়া ইয়াসমিনের পৈত্রিকভাবে প্রাপ্ত ৪০ দশমিক ২৯ শতক জমির দলিল লিখে কৌশলে রেজিস্ট্রি করে নেয়। বিষয়টি জানাজানি হলে রুবিয়া ইয়াসমিন ভাইদের এহেন কর্মকান্ডে প্রতিবাদ করলে তাকে মারপিট করে পিতার বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
অবশেষে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে দলিল বাতিল চেয়ে জেলা রোজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন করেছেন।