মাগুরা সংবাদদাতা
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে সারা দেশের মতো মাগুরাতেও ‘ নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকরা দীর্ঘদিন ধরে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির ন্যায়সঙ্গত দাবি জানিয়ে আসছেন। তবে দীর্ঘ অপেক্ষার পরও জিও জারি না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দেশব্যাপী “ পদোন্নতি নাই, কোন কাজ নাই কর্মসূচি’ পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজিবুল হাসান, সৈয়দ ইমরুল হাসান, লিটন সরকার, শিউলি বিশ্বাস, মিন্টু মিয়া প্রমুখ।
