বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ তাদের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। জনগণের কাক্সিক্ষত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা চলবে না। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কোনদিনই দেশ ও জনগণের স্বার্থে কারও সাথে আপোষ করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি রাজপথে অবিচল ছিল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজও বিএনপির আন্দোলন চলছে। জনগণ সাথে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দেয়াড়া ইউনিয়নের নারঙ্গালী বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন মহিলা দল নেত্রী তাহমিনা আক্তার লিলি ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ।