রমেশ চন্দ্র, মাগুরা থেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
গতকাল সকালে জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় মাগুরা জেলা ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেয়। শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত খেলায় উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান।
প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক সৈকত, মমিনুল, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমানসহ নন্দিত ক্রিকেটাররা।
আট ওভারের প্রীতি ম্যাচে জাতীয় দল বিনা উইকেটে ১১১ রান করে। পরে তাদের বিপক্ষে খেলতে নেমে মাগুরা জেলা ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের টিম পরাজিত হয়। এ সময় জাতীয় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
খেলা উপভোগ করতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তের উপস্থিত ছিল লক্ষ্যণীয়। এছাড়াও তরুণী ও কিশোরীরাও মাঠে খেলা দেখতে ভিড় করে।
মাগুরার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেটার। মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত। সাকিবের জন্যই আজ জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়কে মাগুরাবাসী দেখতে পেল।
সাদ্দাম হোসেন আরও বলেন, ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের খেলা দেখতে চাই। ক্রিকেট নিয়ে মাগুরাতে সাকিবের অনেক ভাবনা রয়েছে। নির্বাচনে তিনি জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে।
এর আগে সাকিব হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজার এলাকায় এক জনসভায় যোগ দেন।
সেখানে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় বলেন, জনসমুদ্র দেখে আমি অভিভূত। আপনাদের এই উপস্থিত আমাকে আশান্বিত করে। আগামী ৭ তারিখে নির্বাচনে ঠিক একইভাবে আপনারা উপস্থিত হয়ে ভোট বন্যার মাধ্যমে নৌকাকে জয়লাভ করাবেন।
তিনি আরও বলেন, দেশে যে উন্নয়ন ঘটছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ