কোটচাঁদপুর সংবাদদাতা
ভোট পদ্ধতি কিভাবে হবে তা নির্ধারণ আছে বাংলাদেশের সংবিধানে। বিদ্যমান সাংবিধানিক আইনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের বহু উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় কোটচাঁদপুর পৌর পাঠাগারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় এমন কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি আরো জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে। জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল। শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে সেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিষয়।

ব্যারিস্টার কাজল মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, এই অঞ্চলের শিা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে ব্যক্তি নয় সমাজের সবাই উপকৃত হবে। উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়, এটি মানুষের নীতি-নৈতিকতা ও সামাজিক নিরাপত্তার সঙ্গেও জড়িত।

এছাড়াও দালাল মুক্ত কোটচাঁদপুর-মহেশপুর গড়ে তোলার অঙ্গিকার করে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। তিনি জানান, দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তার মধ্যে ‘মহেশপুর সীমান্ত এলাকায় শিার প্রসার, কোটচাঁদপুরে-মহেশপুর স্টেডিয়াম তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা এবং দত্তনগর কৃষি ফার্ম ও বলুহর মৎস্য প্রজেক্টকে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, কৃষি পণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ সময় কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরাসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version