কেশবপুর(যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুজ্জামান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, তিনি ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে সম্মানের সাথে দলের জন্য কার্যক্রম পালন করেন। ২০০৬ সাল থেকে আজও পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যর দায়িত্ব পালন কওে চলেছেন। এছাড়া ২০১৪ সাল থেকে তিনি মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সাল থেকে এককটানা ইউপি সদস্য হিসেব ২নং প্যালেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। মজিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান এ প্রতিনিধি কে বলেন, ইউনিয়নবাসীকে সেবা প্রদান করায় আমার মূল লক্ষ্য। ইউনিয়নবাসীর কাছে বাকী জীবন একজন সেবক হয়ে থাকতে পারি সেজন্য সকলের নিটক দোয়া কামনা করেছেন তিনি।
ইউনিয়নের ইউপি সদস্য মহিউদ্দীন বুলবুল, জিয়াউর রহমান, মহিলা ইউপি সদস্য হামিদা বেগম, রেশমা খাতুন বলেন, মনিরুজ্জামান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা খুব খুশি হয়েছি।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা