বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় তিন লাখ টাকার গাছ কেটে ফেলেছে একটি চক্র। এ সময় জমির মালিককে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এসব অভিযোগ এনে মঙ্গলবার আদালতে মামলা করেছেন মণিরামপুরের নেহালপুর গ্রামের মিজানুর রহমান। আসামিরা হলেন, একই এলাকার ছলেমান দফাদার ও লিয়াকত আলী। বিচারক অভিযোগ আমলে নিয়ে মণিরামপুর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় মিজানুর রহমান উল্লেখ করেন, আসামিরা বিভিন্ন সময় তার জমি দখলের জন্য পায়তারা করে আসছে। গত ১৮ ফেব্রুয়ারি তার বাড়ির অদূরে একটি জমিতে চাষাবাদের কাজ করছিলেন।
এমন সময় আসামিরাসহ অজ্ঞাত আরও ৯/১০জন ধারালে অস্ত্র নিয়ে ওই জমিতে আসেন। কিছু বোঝার আগেই গাছকাটা শুরু করে। এসময় মিজানুর বাধা দিলে তাকে মরাপিট করে জখম করে। অন্যদিকে, প্রায় তিনলাখ টাকার শিশু, মেহেগনি, লম্বাগাছ কেটে ফেলে। পরে তা ট্রাকে করে নিয়ে যায় এবং এসব বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসামিরা চলে যায়।

