নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুওে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার কথিত চরমপন্থিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বোমা ও দুই কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মণিরামপুরের কুলটিয়া ও মহিষদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস, মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল, নেহালপুর গ্রামের জাহিদ হাসান ও মহিষদিয়ার পান্তধর। এ ঘটনায় মণিরামপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, আসামিরা চরমপন্থি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িত। শুধুই মণিরামপুরই না, তারা অভয়নগরের বিভিন্ন এলাকায় রয়েছে তাদের পদচারণা। তাদের মধ্যে অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলি ইউনিয়নের উত্তম মেম্বর হত্যামামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের অন্য সহযোগিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে আরও অংশ নেন ডিবির এসআই আমিরুল ইসলাম ও শফি আহমেদ রিয়েল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version