রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলা পরিষদের সামনে ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।ইউরোপিয়ানের অর্থায়নে খ্রিস্টান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিসিএইচডিও কর্তৃক বাস্তবায়িত সাপোর্টিং মারগিনারাইজড দলিতও কমিউনিটি টু কেল্ড দেয়ার এনটাইটেলমেন্টস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উপলক্ষে জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে ২১ মার্চ এ উপলক্ষে মণিরামপুর উপজেলা চেয়্যারমান কার্যালেয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন আহমেদ, ডিসিএইচডিও’র নির্বাহী পরিচালক নাজমা খাতুনসহ অনেকে।
র্যালিতে বৈষম্য বিরোধী বিল ২০২২ জাতীয় সংসদে পাসের দাবিতে অংশ নেন চালুয়াহাটী ও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি।