বিবি প্রতিবেদক
যশোরের মণিরামপুরে (যশোর-৫) স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে হামলার অভিযোগ উঠেছে। এতে ঈগল প্রতীকের ১৫ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ঝাপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
আর এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে নয়টার দিকে ঝাপা বাজারে নৌকা এবং ঈগলের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে রাজগঞ্জ এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সালাউদ্দিন বাবলা,আকাশ হোসেন, নুরুজ্জামান (নুন)। আটকদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকে ঝাপা উত্তরপাড়া মসজিদের পাশে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে অবস্থান করছিলেন কর্মী-সমর্থকরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাসছুল হক মন্টু জানান, রাত নয়টার দিকে নৌকার সমর্থক সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন যুবক এসে লাটিসোটা, লোহার রড নিয়ে আচমকা ঈগলের অফিসে হামলা চালায়। এ সময় তাদের মারপিটে তরিকুল ইসলাম, ইউসুফ আলী, আবদুস সালাম, মাদার আলী, মাহাবুবুর রহমান, আনিচুর রহমান, টুটুল, আতিয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে ঈগলের কর্মী সমর্থকরা আসলে তারা পালিয়ে যায়। আহতদের মধ্যে তরিকুলের মাথা ফেটে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মারাত্মক আহত ব্যবসায়ী তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন ঈগল প্রতীকের অফিসে নির্বাচনী আলোচনার সময় হঠাৎ নৌকার সমর্থক ঝাঁপা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে রাজগঞ্জের সোহেল রানা। শিমুল হোসেন, সালাউদ্দিন বাবলা,শরিফুল ইসলাম,সজল হোসেন,রয়েল ও মিজানসহ। অজ্ঞাত ১৫/২০জন সন্ত্রাসীরা লোহার রড় এবং রামদা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঈগল প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে।
এদিকে ঈগলের নির্বাচনী অফিসে হামলা ও মারপিটের প্রতিবাদে রাতেই রাজগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামছুল হক মন্টুর নেতৃত্বে ঈগলের হাজারো কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় গোটা বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ১০টার দিকে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে নৌকার সমর্থক সিরাজুল ইসলাম ঈগলের অফিসে হামলা অভিযোগ অস্বীকার করেছেন। সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন জানান, গোটা পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
শিরোনাম:
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- ঝিকরগাছায় বাস দুর্ঘটনায় নিহত এক, আহত ১৫
- ডুমুরিয়ায় ইজতেমায় মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- লাভ বেশি : আগাম বাঁধাকপি চাষে ঝুঁকছেন ঝিনাইদহের কৃষকরা
- ইয়ামাহা রাইডার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ