মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে বুধবার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

বিশেষ অতিথি ছিলেন এভিসিবি-৩ প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডেভোকেট মহিতোষ কুমার রায় এবং ইউআরটি সদস্য বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আবদুর রাজ্জাক, আকতার ফারুক মিন্টু। এছাড়া প্রশিক্ষণে অংশ নেন উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ মাঠপর্যায়ের প্রতিনিধি এবং সংবাদকর্মীরা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ ও রোকেয়া খাতুনের যৌথ সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম-ফরমেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নাসহ আমন্ত্রীত অতিথিরা।

উল্লেখ্য, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক স্বচ্ছতা, কাজের মানোন্নয়ন এবং নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন। ভবিষ্যতে একই ধরনের আরও কর্মশালা, মাঠ পর্যায়ের অডিট এবং মনিটরিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া স্থানীয় বিরোধ নিস্পত্তিতে মনিরামপুর উপজেলাতে গ্রাম আদালত অনবদ্য ভূমিকা রাখছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version