মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাঈদুর রহমান (৭৫) নামে এক মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সকালে খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান হেলাঞ্চী গ্রামের মৃত গহর আলী মোড়ল ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সোমবার বেলা ১১ দিকে হেলাঞ্চী বাজার থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন সাঈদুর। পথে পিছন দিক থেকে এসে একটি মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের ছেলে রবিউল আলম জানান, সাঈদুর রহমান হেলাঞ্চী কৃষ্ণবাটী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাঈদুর রহমান নিহত হয়েছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ এবিএম মেহেদি মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share.
Exit mobile version