মণিরামপুর সংবাদদাতা
বিশ্ব-সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে যশোরের মণিরামপুরের রঘুনাথপুর মোহন্ততলা মন্দির প্রাঙ্গণে দুদিনব্যাপি স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্মৃতিচারণের সমাপণী দিনে সকালে প্রার্থণার পর, জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা বের করে।
এরপর কিশোর মেলা ও সঙ্গীতানুষ্ঠানের পর মঙ্গল প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে মহতী ধর্মসভা ও ‘পাবনা সৎসঙ্গ’-এর নিবন্ধনের শতবর্ষের স্মৃতিচারণের উদ্বোধন করা হয়। দীনেশ চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু।
বক্তব্য রাখেন, রামপ্রসাদ দাস, পরিমল কুমার বিশ্বাস, দুলাল চন্দ্র মন্ডল, প্রভাষ চন্দ্র দাস, অসীম পাল, নিখিল চন্দ্র দাস, অশোক কুমার বিশ্বাস প্রমুখ।
ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, মাতৃসম্মেলন এবং গীতি-আলেখ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় দুই দিনব্যাপি মহোৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দেশের ২৯টি জেলা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারীরা অংশ নেন।
