মণিরামপুর (যশোর) প্রতিনিধি
জানান, বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির কোনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
ভূমি কর্তা আলী হাসান বলেন, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপিতে অভিযান পরিচালনা করার সময় দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েন লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষ অবৈধভাবে মেডিকেল সেবা দিচ্ছেন। এই অপরাধে একই আইনে পারবাজার সার্জিকাল ক্লিনিকের ব্যবস্থাপক নীলিমা খাতুন এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থাপক আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এসিল্যান্ড আরো বলেন, আমরা রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ রাখায় কোনো জরিমানা করা হয়নি। তাদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে শরণখোলার জেলেরা
- মাগুরায় উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়
- সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
- চৌগাছায় স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াতের কর্মীরা
- ৫ম বর্ষে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন : নানা আয়োজনে উদযাপন
- যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ
- ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ খুন আটক মামুনের স্বীকারোক্তি
- বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়

