মণিরামপুর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুরে কুলটিয়া ইউনিয়ন বিএনপি একাট্টা হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শপথ গ্রহন করেছে।
শুক্রবার বিকেলে কুলটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোড়াডাঙ্গায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
আরও পড়ুন .. .. ওসমান হাদি গুলিবিদ্ধ : মাগুরায় এনসিপির বিক্ষোভ
বিএনপির মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মজিদ, মাহাবুবুর রহমান, মিজানুর রহমান, হরিচাঁদ মল্লিক, নীল রতন নিলু, পলাশ, আদিত্য মন্ডল, গুরুদাস মন্ডল, কালিদাস মন্ডল, প্রদীপ বিশ্বাস প্রমুখ। ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম জানান, প্রধান অতিথির মধ্যস্থতায় দীর্ঘদিন পর কুলটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
ফলে কুলটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা একাট্টা হয়ে প্রার্থী শহীদ ইকবালের হাত ধরে ধানের শীষকে বিজয়ী করতে শপথ করেন।

