বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় চার ইউনিয়নে বিশাল শোডাউন করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুছার জেষ্ঠ্যপুত্র ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন। শুক্রবার বিকেলে মণিরামপুর বাজার থেকে কয়েক শত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি শোডাউন করেন। কাশিমনগর ইউনিয়ন থেকে তিনি শোডাউন শুরু করেন। তারপর খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নে ঘুরে শোডাউন সম্পন্ন করেন। শোডাউনের ফাঁকে বিভিন্ন মোড়ে তিনি পথ সভায় বক্তব্য রাখেন।
এ সময় কামরুজ্জামান শাহীনের সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আলতাফ হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান পান্না, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক মঈনুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রিয়াজ প্রমুখ।
কামরুজ্জামান শাহীন কাশিমনগরের কালারহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের ইত্যা বাজার, পলাশীমোড়, ভান্ডারি মোড়ে, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে পথসভা করেন।
পথসভায় তিনি বলেন, মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য প্রয়াত আমার পিতা মোহাম্মদ মুছার স্বপ্ন পূরণের জন্য রাজনৈতিক মাঠে নেমেছি। রাজনীতিতে এসে টের পাচ্ছি জীবিত মুছার চেয়ে মৃত মুছা অনেক শক্তিশালী। মণিরামপুরবাসীর কাছে তিনি দোয়া চান ধানের শীষ পেয়ে যেন পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
পথসভায় বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, বিএনপি নেতা মাস্টার শামসুল হক ও হরিহরনগর বিএনপির নেতা সোহরাব হোসেন।
