বাংলার ভোর প্রতিবেদক
পৃথিবী ও কলা বিপ্লব দিবসে পৃথিবীর প্রতীকী জন্মদিন পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন। বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার পলাশী আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ও ঐক্য-বন্ধনের সদস্যদের উপস্থিতিতে এই দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার দাশ। ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আশিকুজ্জামান, সদস্য রত্ন রাজ, রায়হান হোসেন, আল মামুন, ইমন হোসেন, রনি হোসেনসহ কলেজের শিক্ষকরা। অনুষ্ঠানে বক্তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের উদ্যোগ একটি সবুজ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, স্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে প্রতিবছর ১৫ জানুয়ারি ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ পালিত হয়। এই দিবসটি উদ্ভাবন ও আবিষ্কারক নিউজিল্যান্ডের নাগরিক মাইকেল তরুন। দিবসটির মূল উদ্দেশ্য হলো, সারা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি।