মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার আকরাম মোড়ে অবস্থিত দোকানটি আগুনে পুড়ে গেছে। দোকান মালিক সিরাজুল ইসলামের অভিযোগ, মাক্স পরিহিত পথচারী দুই যুবক মোটরসাইকেলে এসে আধা লিটার পেট্রোল চায়। দোকানের কর্মচারী তেল দিয়ে দাম চাওয়ায় তারা টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে দিয়াশলাই জ্বালিয়ে দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেনের কন্টেইনার ও গ্যাস সিলিণ্ডারে আগুন ধরে সব পুড়ে গিয়ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, দোকানির ভাষ্য অনুযায়ী পেট্রোলের দাম চাওয়ায় দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আমাদের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে মালামাল কম থাকায় আগুন নেভাতে বেশি সময়ের প্রয়োজন হয়নি।

সাফায়েত হোসেন বলেন, তদন্ত করে আগুন লাগার প্রকৃত ঘটনা বের করতে হবে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, আমরা দোকানের ছেলেটার সাথে কথা বলেছি। তার কথা সন্দেহজনক মনে হয়েছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।

Share.
Exit mobile version