মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পিলার ধসে রাজু আহম্মেদ (৩২) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার জালঝাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান।
জসকালে নিজ বাড়ির প্রধান ফটকের পিলারের নির্মাণ কাজ করছিলেন রাজু। এ সময় পিলার ধসে পড়লে নিচে চাপা পড়েন রাজু। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্বি-খণ্ডিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাফায়েত আহম্মেদ জানান, নিজ বাড়ির প্রধান ফটকের পিলার ধসে চাপা পড়ে ঠিকাদার রাজুর মৃত্যু হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version