মণিরামপুর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন টিপু মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে মাদক ও সন্ত্রাস মুক্ত করে মনিরামপুরকে নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, পৌরশহরের প্রধান সড়ক সম্প্রসারণ করা, স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাসহ একঝাঁক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আক্তারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, সেক্রেটারি হাফেজ শামছুদ্দীন আজাদী, সহসভাপতি শহিদুল ইসলাম, আবুল কাশেম, ইজ্জত আলী, আবু মুসা, গাজী শহর আলী, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল ইসলাম, সেক্রেটারি ক্বারী ইমদাদুল ইসলাম প্রমুখ।
