মণিরামপুর সংবাদদাতা
যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য শিল্পপতি আলী হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সহসভাপতি ইলিয়াস হোসেন, ফারুক আলম, এস এম সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন সোহান, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, শাহিনুর রহমান পান্না, আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক বাবুল আকতার, ফারুক আহমেদ লিটন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় অতিথিদেরকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
