বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
একই মামলায় আদালত মণিরামপুর পৌরসভার সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপপরিদর্শক মিলন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে। করোনাকালীন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সময় কিছুদিন জেল খেটেছিলেন। মোহাম্মদ আজিম মণিরামপুর পৌরসভার হাকোবা ওয়ার্ডের ও আব্দুল কুদ্দুস জুড়ানপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তারাও উপজেলা যুবলীগ নেতা।
এসআই মিলন মোল্লা বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদল নেতা মিজানুর রহমানের হাকোবা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দিন রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।
উত্তম চক্রবর্তী বাচ্চু, মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুস সেই মামলার এজাহারভুক্ত আসামি। এই তিনজন বৃহস্পতিবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এসআই মিলন আরও বলেন, মিজানুর রহমানের মামলায় ২৫ জন এজাহারনামীয় আসামি আছেন।
বাকিদের অনেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।