মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে হিট স্ট্রোকে হযরত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় হিট স্ট্রোক আক্রান্ত হন খড়িঞ্চি মাঝের পাড়ার বাসিন্দা হযরত আলী।
হযরত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসেন।
লিটন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে ঘাস কাটতে যান হযরত আলী। মাঠের পাশে তাদের বাঁশঝাড় রয়েছে। ঘাস কাটা শেষে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
মেম্বার আরও বলেন, এসময় হযরত আলীর সাথে তার স্ত্রী ছিলেন। স্বামীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তিনি চিৎকার দেন। তখন আশপাশের লোকজন গিয়ে তাকে বাড়ি আনার সময় মারা যান হযরত আলী।