মনিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলায় সাপের কামড়ে তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই তরুণের নাম সাকিব হোসেন (২০)। তিনি এড়েন্দা গ্রামের উত্তরপাড়ার মোশাররফ হোসেনের একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ির সামনে নারকেল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলেন সাকিব। পাশেই ইঁদুর ছোটাছুটি দেখতে পেয়ে ইদুর ধরতে গর্তে হাত ঢুকিয়ে দেন সাকিব। এ সময় একটি বিষধর সাপ ওই তরুণের হাতে কামড় দেয়। তার চিৎকারে স্বজনরা তাকে এসে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। রাত সাড়ে ১০ টার দিকে খুলনায় নেয়ার পথে সাকিবের মৃত্যু হয়।
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, সাপের কামড়ে তরুণের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।