কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের জমিদার বাড়ির দক্ষিণ পাশে কপোতাক্ষ নদের তীরে মহাকবি মাইকেল মধূসুদন দত্তের স্মৃতি বিজড়িত ‘কাঠ বাদাম’ গাছটি গত রোববার রাতের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে।
প্রায় ৩০৯ বছর বয়সি ইতিহাসের সাক্ষ্যবহনকারী ‘কাঠবাদাম’ গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
কপোতাক্ষ নদের তীরের এ কাঠবাদাম গাছের নিচে বসে কবি ছোটবেলায় কবিতা রচনা করতেন। এমনকি কবি একসময় একটানা ১৪ দিন এই গাছটির নিচে অবস্থান করেছিলেন। কবির পরিবারের সদস্যরা কাঠবাদামতলা ঘাটে স্নান করতেন। এ ঘাটটি ‘বিদায় ঘাট’ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল।
কবির স্মৃতি অম্লান রাখতে যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ কাঠবাদাম গাছের গোড়া ইট দিয়ে বাঁধাই করে দেয়। স্থানীয়রা জানান কাঠবাদাম গাছটি যত্নের অভাবে আজ একেবারেই গোঁড়া থেকে উপড়ে পড়েছে।
কাঠবাদাম গাছটি সংরক্ষণের বিষয়ে জানার জন্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।