মধুখালী সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরের পানিতে ডুবে ইয়াসিন মোল্যা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মছলন্দপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন মোল্যা ওই গ্রামের আক্কাচ আলী মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক জন ছোট শিশু পুকুরের গোসল করতে এসে ছিল মসজিদের পুকুরে। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে কামারখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে খবির মোল্যা গোসল করতে এসে সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করলে ওই শিশুটিকে তার পায়ে বাঁধে। পরে তাকে উদ্ধার মৃত অবস্থায় করা হয়। সোমবার মাগরিব বাদ জানাজা শেষে মছলন্দপুর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Share.
Exit mobile version