সাতক্ষীরা সংবাদদাতা:
উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা এবং দীপু দাশের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ে উদীচি ও অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সাতক্ষীরার আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,

উদীচি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহসভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদ সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, বাসদ জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, গণআন্দোলন জোট আহবায়ক খগেন্দ্রনাথ ঘোষ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত,

জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার যুগ্মসম্পাদক আব্দুল জব্বার মাস্টার, নদী বোন ও পরিবেশ রক্ষা কমিটি সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা সাধারণ সম্পাদক মনসুর রহমান প্রমুখ।

Share.
Exit mobile version