কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কার্পেটিং সড়কগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে করে হাজারো যাত্রী সাধারণ ও পথচারী ঝুঁকি নিয়ে পথ চললেও সংস্কারে নেই কারো উদ্যোগ। তাই সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী উপজেলাবাসী।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর টু কালিগঞ্জ মহাসড়কের নলতা হাটখোলা মোড় থেকে শুরু করে কালিগঞ্জের পাওখালী মোড় পর্যন্ত হাজারো ছোট বড় খানাখন্দে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। একযুগেরও বেশি সময় ধরে এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি চললেও তা যেন দেখার কেউ নেই।
বিশেষ করে কালিগঞ্জের অতি ব্যস্ততম ফুলতলা মোড় থেকে বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই করুণ। প্রায়ই রাস্তায় যানবাহন আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তার উপরেই পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
প্রধান এই সড়ক দিয়ে যাত্রী সাধারণ এবং যাত্রীবাহী পরিবহন যাতায়াতে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে। এ বিষয়ে সচেতন এলাকাবাসী সাতক্ষীরার সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।