বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে যশোর পিটিআই। গত শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের সাথে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন।
ঘটনার সাথে জড়িত আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের বুলবুল হোসেন ও নাইম ইসলাম।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করে। এরপর শিমুলকে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। সে সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
পিবিআই ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন আরো জানান, শিমুলকে কুপিয়ে জখম করেই রাতেই ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বুলবুল ও নাইম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সনাক্তের পর শুক্রবার সকালে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়। সন্ধ্যায় তাদের যশোর এনে রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। আটকরা জানিয়েছেন মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বুলবুল ও নাইমসহ ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
গতকাল দুপুরের পর আটকদের শিমুল হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।