মহম্মদপুর সংবাদদাতা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা ও দুই প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, সার-কিটনাশকের সাব ডিলার, বিজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে তদারকি করা হয়।

অভিযানে মেসার্স মিলন এন্টারপ্রাইজে কৃষক ও সাব-ডিলারদের অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সঠিকভাবে ভাউচার প্রদান না করায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলামসহ জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version