অভয়নগর সংবাদদাতা
যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত সড়কটি যেন কি নেই-এর প্রতিবিম্ব হয়ে উঠেছে। সড়কটি অদক্ষ চালকের অবৈধ যান চলাচল, বেপরোয়া গতি, যত্রতত্র অবৈধ পার্কিং, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্রিজস্কেল, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্প, মহাসড়কের উপর ট্রাক লোড আনলোডের ফলে সড়কটি হয় উঠেছে যেন পার্কিং জোন। আর এমন হ-য-ব-র-ল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা।

জানা গেছে, মহাসড়কটির বেঙ্গল গেট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত সড়কের পাশে উন্মুক্ত ভাবে রাখা জিপসাম সারের ড্যাম্প, কয়লার ড্যাম্প, বালুর ড্যাম্পের ধুলো বালির কারণে এ সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত লোড ও খালি ট্রাকগুলো মহাসড়কজুড়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন এটা মহাসড়ক নায় পার্কিং এলাকা।

এদিকে মহাসড়ক জুড়ে অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে নসিমন, করিমন, ইজিবাইক, মটরচালিত ভ্যান, মাহেন্দ্রর মত অবৈধ যানবাহন। মহাসড়ক জুড়ে এদেরই রাজত্ব। এ ছাড়াও অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে বালি ও কয়লা বহনকারী কয়েক’শ ড্যাম্প ট্রাক। খোলা ট্রাকে বহন করা বালি ও কয়লা সড়ক জুড়ে উড়তে থাকে, যা সড়কে চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকির তৈরি করে। এদের চলাচল নিয়ন্ত্রণ ও সাধারনের অসুবিধা দেখার জন্য যেন কেউ নেই।

আর বাণিজ্য কেন্দ্র হওয়ায় মহাসড়কের পাশেই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে অনেকগুলি ব্রিজস্কেল। এই সকল ব্রিজ স্কেল ব্যবহারের জন্য তাদের কোন নিজস্ব পার্কিংয়ের জায়গা না থাকায় মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি। এ জন্য নিয়মিত লেগে থাকে ভয়াবহ যানজট।

উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে গড়ে উঠেছে মাহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারি চালিত ইজিভ্যানের স্ট্যান্ড। সাথে সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। সাথে সড়কের উপর যাত্রীবাহী বাস দাড়িয়ে রেখে যাত্রী উঠানামা করানোর ফলে তৈরি হয় তীব্র যানজট।

নুরবাগ মোড়ে কথা হয় পথচারী হাফিজুর বিশ্বাসের সাথে, তিনি বলেন এখানে গাড়ির আর দোকানের জন্য রাস্তায় হাঁটা পর্যন্ত যায়না।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম বলেন, মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। উন্মুক্ত ভাবে বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করে যাচ্ছি, যেন আমরা সবাই মিলে সড়ক ও পরিবহন আইন মেনে সুন্দর ও সুশৃঙ্খল মহাসড়ক তৈরি করতে পারি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version