অভয়নগর সংবাদদাতা:
যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্র্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকায় সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে যেমন ঘটছে বিঘ্ন তেমনি সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনাকাক্সিক্ষত দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানিসহ পঙ্গুত্ব বারণ করছেন অনেকেই।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের কোথাও এক পাশে কোথাও দুই পাশে লোড অথবা খালি ট্রাক সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে থাকে। যে কারনে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয় তীব্র যানযট পাশাপাশি প্রায়ই ঘটতে দেখা যায় ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ভাংগাগেটে ট্রাক টার্মিনাল থাকা সত্বেও এই এলাকায় সড়কের উপর সব সময় ট্রাক দাঁড়িয়ে থেকে রাস্তায় যানযটের সৃষ্টি করে।

একই সড়কে নিয়মিত চলাচলকারী নাজির হোসেন বলেন, এই এলাকায় অনেক ঘাট, গোডাউন, কয়লা ও সারের ড্যাম্প রয়েছে। কিন্তু তাদের নিজস্ব কোন পার্কিং না থাকায় মালামাল উঠানামা করার জন্য সড়কের উপর ট্রাক দাঁড়িয়ে থেকে তীব্র যানযটের সৃষ্টি করে। এছাড়া মহাসড়কের উপর নির্মিত ব্রিজ স্কেল গুলোর ও নিজস্ব পার্কিং না থাকায় এসব ব্রিজ স্কেল ব্যবহারের জন্য মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি।

যশোর-খুলনা সড়কের বাস চালক বেলাল জানান, সড়কের পাশে এমনভাবে গাড়িগুলো থাকে মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। প্রতিদিনই আমাদের ছোট বড় জ্যামের কবলে পড়তে হয়। এতে আমাদের সাথে যাত্রীদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, অবৈধ পার্কিং রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে মটর শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলে তাদের সহযোগিতা করতে বলেছি। ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অনান্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।

Share.
Exit mobile version